দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের অপহৃত শান্তিরক্ষী এসআই আশেকুর রহমানকে উদ্ধার করা হয়েছে। তিনি সুস্থ রয়েছেন।
গতকাল বুধবার ঢাকায় পুলিশ সদর দপ্তর জানায়, গত মঙ্গলবার দক্ষিণ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে আশেকুর নিরাপত্তা টহলে ছিলেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি গোষ্ঠীর হাতে তিনি অপহৃত হয়েছিলেন। পরে মিশন কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান জানান, দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সব শান্তিরক্ষী সুস্থ ও নিরাপদে রয়েছেন।
দক্ষিণ সুদানে কর্মরত শান্তিরক্ষী পুলিশ সূত্র জানায়, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিশনে থাকা বিভিন্ন দেশের সেনাসদস্য এবং বাংলাদেশি পুলিশ যৌথ অভিযান শুরু করে। এক পর্যায়ে আশেকুরের ওয়াকিটকি সেটের অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়। দক্ষিণ সুদানে এর আগে গাড়িসহ বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও ব্যক্তি অপহরণের ঘটনা এটাই প্রথম। আশেকুর ২১ এপ্রিল আইপিও (ইনডিভিজ্যুয়াল পুলিশ অফিসার) হিসেবে দক্ষিণ সুদানে পৌঁছান।
মন্তব্য করুন