নির্বাচনকালীন সরকার ইস্যুতে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধান নিয়ে ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের বক্তব্যে এলোমেলো অবস্থা দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আসলে এরা এলোমেলো লীগ হয়ে গেছে। সময় যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু কথা এলোমেলো হতে বাধ্য। আওয়ামী লীগের সময় শেষ।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক আলোচনা সভায় এসব কথা বলেন ড. মোশাররফ। ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. আব্দুস সালামের সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এ্যাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিজুসহ ড্যাবের নেতারা বক্তব্য দেন।
গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক প্রার্থনা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন মানুষ বলে আওয়ামী লীগের উন্নতি, সন্ধ্যাবেলায় মোমবাতি। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এই প্রার্থনা অনুষ্ঠান হয়।
মন্তব্য করুন