নারায়ণগঞ্জ 8 নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সরদার বাড়ির সেলিনা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রিকশাচালক সালাম মণ্ডল (৫৫), তার স্ত্রী গার্মেন্টকর্মী বুলবুলি বেগম (৪০), ছেলে টুটুল (২৫), মেয়ে সোনিয়া আক্তার (২৭) ও নাতনি ৭ বছরের মেহেজাবিন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন এসব তথ্য জানিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, একটি কক্ষে পরিবার নিয়ে বাস করতেন সালাম মণ্ডল। বিস্ফোরণে তার ঘরের স্টিলের দরজা দুমড়েমুচড়ে গেছে। সিলিং ফ্যানের পাখা বিস্ফোরণে গলে গেছে। বিছানার কিছু অংশ পুড়ে গেছে। তছনছ হয়ে গেছে আসবাবপত্র। স্থানীয় আসলাম সিকদার বলেন, ভাড়া বাসাটিতে সকালে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপরই সালামের ঘর থেকে আগুন আগুন বলে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, সালামের শরীর ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ ও মেহেজাবিনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। ওসি মোহসীন বলেন, একই ঘরে ঘুমাচ্ছিলেন পরিবারের পাঁচ সদস্য। রাতে চার্জারফ্যান বৈদ্যুতিক সংযোগের সঙ্গে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন। অতিরিক্ত বিদ্যুতের চাপে চার্জার ফ্যানে আগুন ধরে যায়। সেখান থেকে বিছানায় আগুন ধরে গেলে পাঁচজন দগ্ধ হন। পরে ওই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
মন্তব্য করুন