ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার জগদল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ। নিহত জিন্নাত আলী (৫০) রানীশংকৈল উপজেলার চেকপোস্ট কলোনি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা তানজীর আহম্মদ বলেন, শনিবার দুপুরে জিন্নাত আলী গবাদিপশুর জন্য ঘাস কাটতে জগদল সীমান্তের ৩৭৪ নম্বর পিলার এলাকায় শূন্যরেখায় যান। সে সময় তাকে লক্ষ করে বিএসএফ সদস্যরা গুলি ছুড়েন। এতে জিন্নাত আলীর কোমরে গুলিবিদ্ধ হয়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা গিয়ে জিন্নাতকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ আরও জানান, এ ঘটনায় সীমান্তে বিএসএফের সঙ্গে বৈঠক চলছে। রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, খবর পেয়ে আমরা নিহতের বাড়ির দিকে রওনা হয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।
মন্তব্য করুন