নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে গত শুক্রবার ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসকে গলা কেটে হত্যা এবং বুধবার লক্ষ্মীপুর পৌর শহরে ককটেল ফাটিয়ে ‘আর কে শিল্পালয়ে’র স্বর্ণালংকার লুট ও মালিক অপু কর্মকারকে কুপিয়ে জখম করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এ আহ্বান জানান। ওই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতিতে শীর্ষ নেতারা বলেন, গণতান্ত্রিক দেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ওপর এ ধরনের নির্মম হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।
মন্তব্য করুন