সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। গতকাল শনিবার সকালে জাতীয় জাদুঘরের সামনের অবস্থান কর্মসূচি থেকে দুপুরে শাহবাগ প্রজন্ম চত্বরে জড়ো হয়ে তারা পুরো রাস্তা দখলে নেন। এতে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন আশপাশের সড়ক দিয়ে যাতায়াতকারীরা। ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ এই কর্মসূচির আয়োজন করে।
তাদের দাবিগুলো হলো—চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধুর নামে ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করা। এদিকে আন্দোলনের প্রধান সমন্বয়ক শরীফুল ইসলাম শুভসহ আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ৯ জনকে আটক করেছে পুলিশ।
এর আগে এদিন সকালে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থী সমাবেশ ও প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেঁড়ার কর্মসূচি পালন করা হয়। পরে আন্দোলনকারীরা কর্মসূচিস্থল থেকে একটি পদযাত্রা বের করে শাহবাগ থানা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ঘুরে এসে শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।
মন্তব্য করুন