২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যে বিশাল ঘাটতি এবং তা মেটাতে ব্যাংক ঋণের প্রস্তাব করা হয়েছে, তাতে টাকা ছাপিয়ে বাংলাদেশ ব্যাংককেই সেই ঘাটতি পূরণ করতে হবে। টাকা ছাপিয়ে সংকট সামাল দেওয়ার চেষ্টা করলে তা বাজারে মূদ্রাস্ফীতি ঘটাবে ও মূল্যস্ফীতি উসকে দেবে। গতকাল শনিবার এফডিসিতে এক ছায়া সংসদ অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এসব কথা বলেন।
এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে কি না, এ বিষয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা চ্যাম্পিয়ন হন। বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক ড. শাকিলা জেসমিন, সাংবাদিক দৌলত আক্তার মালা ও সাংবাদিক বাবু কামরুজ্জামান। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
মন্তব্য করুন