হাত খরচের জন্য শিশুদের ঘরে কত কিছুই না করতে হয়! মায়ের মন জুগিয়ে চলা, বাবাকে কাজে সহযোগিতা করা অথবা ঠিকঠাক পড়াশোনা করা, আরও কত কী; কিন্তু এসবের ধার ধারেনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ৯ বছর বয়সী শিশু বডি হাউল্যান্ড। হাত খরচ মেটাতে এ বয়সেই সে প্রকাশ করেছে বই। যদিও এ উদ্যোগে তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তার মা।
হাউল্যান্ড এক্সমাউথ শহরের বাসিন্দা। বইয়ের কাহিনি তার নিজ শহরকে
কেন্দ্র করে। এর নাম দিয়েছে ‘দ্য লাভ হার্টস এক্সপ্লোর এক্সমাউথ’। বই লেখার কারণ সম্পর্কে এ শিশু জানায়, জন্মদিনে পাওয়া কিছু টাকা তার কাছে ছিল; কিন্তু এ টাকায় আসলে সে যা কিনতে চায়, তা কেনা সম্ভব নয়। তাই তার মা নাকি তাকে এ বই লেখার বুদ্ধি দিয়েছেন। মায়ের অনুপ্রেরণা পেয়ে সে নেমে পড়ে কাজে। এরপর দ্রুত লেখা শেষ করে তা যাচাইয়ের জন্য পাঠানো হয় দাদির কাছে। এরপর হয় ছাপানো।
এরই মধ্যে এ শিশুর লেখা বইয়ের ১৪০ কপি বিক্রি হয়ে গেছে। সুতরাং বেশ কিছু টাকা জমেছে হাউল্যান্ডের। প্রথমে যদিও সে ভার্চুয়াল রিয়েলিটি গগলস কিনতে চেয়েছিল; কিন্তু টাকার অপচয় হবে ভেবে সে চিন্তা বাদ দিয়েছে সে। এখন সে কিনেছে একটি ইলেকট্রিক স্কুটার, যার মাধ্যমে সে যায় স্কুলে এবং ঘুরে বেড়ায় শহরে। সূত্র: এবিসি নিউজ
মন্তব্য করুন