বিয়ে মানেই জীবনের নতুন অধ্যায়ের শুরু। তাই সবাই চান বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে। সম্প্রতি ডেসটিনেশন ওয়েডিং, থিম ওয়েডিং খুবই জনপ্রিয় হয়েছে। অনেকেই পাহাড় কিংবা সমুদ্রের পাড় বেছে নেন বিয়ের অনুষ্ঠানের জন্য; কিন্তু এই পথে না গিয়ে এবার আত্মীয়স্বজন নিয়ে বিয়ের দিন পাহাড়ের চূড়া থেকে স্কাই ডাইভিং রে তাক লাগিয়ে দিলেন এক নবদম্পতি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অভিনব এই স্কাই ডাইভিংয়ের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছেন প্রিসিলা ও ফিলিপ্পো নামে এক নবদম্পতি। সঙ্গে তাদের পরিবার বন্ধুবান্ধব। চলছে ফটোশুট। তার পরই চমক দিলেন ওই যুগল। দুজনেই স্কাই ডাইভিংয়ের জন্য তৈরি হলেন। একে অন্যের হাত ধরে ঝাঁপ দিলেন পাহাড়ের উঁচু চূড়া থেকে। একে একে বাকিরাও ঝাঁপ দিলেন।
জীবনের বিশেষ দিনে এমন দুঃসাহসিক পদক্ষেপের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন প্রিসিলা ও ফিলিপ্পো। তাদের মতে, এর মাধ্যমে তাদের সম্পর্ক আরও মজবুত হলো। সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন