শফিকুল ইসলাম
০১ আগস্ট ২০২৩, ০২:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ
এখনো মেলেনি পুলিশের অনুমতি

ঢাকায় বড় শোডাউনের প্রস্তুতি জামায়াতের

ঢাকায় পূর্বঘোষিত সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলের আমিরসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ২টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি হওয়ার কথা। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটিকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

একটি সূত্র বলছে, শোকের মাস আগস্টে জামায়াতকে সমাবেশের অনুমতি নাও দেওয়া হতে পারে। জামায়াতের কর্মসূচি ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য পুলিশের পাশপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগও সক্রিয় থাকবে।

তবে জামায়াত নেতাদের ধারণা, পুলিশ শেষ পর্যন্ত গোলাপবাগ মাঠে তাদের সমাবেশের অনুমতি দিতে পারে। তবে সংঘাত এড়িয়ে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটেই সমাবেশ করতে চান তারা। দলটির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, তারা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করেন। তাদের আশা, পুলিশ জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি দেবে।

গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণভাবে এই

কর্মসূচি পালিত হবে। আশা করছি, নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে।’ তিনি বলেন, ‘এই কর্মসূচির বিষয়ে গত ২৫ জুলাই সকাল ১০টায় ইমেইলে এবং বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দিয়ে আসে। পুলিশ কমিশনারের কার্যালয়ের উপ-পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফা চিঠিটি গ্রহণ করেন। মঙ্গলবার দুপুর ২টায় বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

উল্লেখ্য, এর আগে গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রকাশ্যে সমাবেশ করেছেলি জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।

ঢাকায় সমাবেশ সফল করতে ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে দফায় দফায় সাংগঠনিক সভা, প্রস্তুতি বৈঠকসহ নানা প্রস্তুতি নিচ্ছেন জামায়াতের শীর্ষ নেতারা। গত কয়েকদিনে দলটি বিভিন্ন বিভাগে সাংগঠনিক সভা, প্রস্তুতি সভা ও কেন্দ্রীয় কর্মপরিষদের সভা করেছে।

জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতা বলছেন, তারা যে কোনো মূল্যে ওই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে চান। এ ক্ষেত্রে ক্ষমতাসীন দল ও পুলিশ প্রশাসন বাধা দিলে তারা আগ বাড়িয়ে কোনো কিছু করবে না। তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, কোনো ধরনের সংঘাতে যাওয়া যাবে না। সবাইকে ধৈর্য ও কৌশলে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল গতকাল কালবেলাকে বলেন, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে বিশ্বাসী একটি দল। জামায়াত গত ১০ জুন শান্তিপূর্ণভাবে সমাবেশ পালন করে আবারও তা প্রমাণ করেছে। ঢাকায় সমাবেশের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, প্রশাসনের সহযোগিতার মাধ্যমে তা শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ‘বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, তাতে দেশের নতুন প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। এমনিতেই তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত। এমতাবস্থায় জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ। কিন্তু সরকার জনদাবি উপেক্ষা করে ২০১৪ ও ২০১৮ স্টাইলে আরেকটি সাজানো ও প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। তবে সেই সুযোগ এবার তারা পাবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার মামলায় বিএনপি-জামায়াতের ৪৩ নেতাকর্মীর সাজা

জনজীবনে নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দাবি

অ্যাকজেনটেকের এমডি হলেন নোবেল

নারায়ণগঞ্জে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

বুড়িমারী ইমিগ্রেশনে যাত্রীর চাপ, তিন দিন ধরে সার্ভার জটিলতা

নির্বাচনে ১৩ দিন মাঠে থাকতে পারে সেনাবাহিনী

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

রাজশাহীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি, তিন দোকানিকে জরিমানা

বিপিএলের জন্য পেছাবে লঙ্কান সিরিজ

নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ শুরু ১৭ ডিসেম্বর

১০

পেঁয়াজের বিকল্প কী হতে পারে?

১১

হত্যা মামলার আসামিদের জামিন, বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

১২

বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন

১৩

এক ট্রেনেই টিকিটবিহীন যাত্রী ২০০!

১৪

অবরোধ সফলে ঝিনাইদহে বিএনপির মশাল মিছিল

১৫

মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

ছাত্রলীগ নেতার ঘুষিতে স্কুলছাত্র নিহতের অভিযোগ

১৭

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

১৮

বিয়ে সেরে ফেরার পথেই প্রাণ গেল নবদম্পতির!

১৯

ফরিদপুরে দুই এমপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

২০
X