জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রী হেনস্তার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল সোমবার আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন সড়কে ছাত্রী হেনস্তার ঘটনা ঘটে। এর প্রতিবাদে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য বরাবর ছয় দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মেহমুদ হারুন নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত। তার বাড়ি সাভারের রাজাশন এলাকায়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের মোড়ে রোববার এক ছাত্রীকে হেনস্তা করেন দুই বহিরাগত। পরে ওই ছাত্রী মীর মশাররফ হোসেন হলে তার বন্ধুদের জানালে তারা একজনকে আটক করে। অন্যজন পালিয়ে যান। পরে আটককৃতকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে তুলে দেওয়া হয়।
কনস্টেবল মেহমুদ হারুন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে অভিযোগ স্বীকার করেন। এ সময় তার কাছে অবৈধভাবে ব্যবহার করা হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও আইডি কার্ড পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, কনস্টেবল মেহমুদের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, পুলিশের পক্ষ থেকে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন