জুতার সঙ্গে কিংবা ঘুমোনোর সময় পায়ে মোজা পরা মানুষের প্রাত্যহিক কাজগুলোর একটি। ছোটবেলা থেকেই এ কাজ আমাদের অভ্যাসে পরিণত হয়। এখন যদি প্রশ্ন করা হয়, একটি কুকুরের জন্যও কি বিষয়টি এমন? সহজ উত্তর, না। তবে সম্প্রতি এ কাজে দারুণ দক্ষতা দেখিয়েছে ‘দাইকুইরি’ নামে কানাডার একটি কুকুর। মাত্র ১ মিনিটে ১১ স্বেচ্ছাসেবীর পা থেকে ২১টি মোজা খুলে কুকুরটি বিশ্ব রেকর্ড গড়েছে। মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই তাদের এক প্রতিবেদনে বলছে, অস্ট্রেলিয়ান শেপার্ড ঘরানার কুকুর দাইকুইরি। মালিক জেনিফার ফ্রেজার সেটিকে ইতালিতে নিয়ে আসেন দেশটির এক টেলিভিশন শোতে দক্ষতা দেখাতে। প্রথম চেষ্টায় ১ মিনিটে ২০টি মোজা খুলতে পারে কুকুরটি। আর দ্বিতীয় চেষ্টায় একই সময়ে ২১টি মোজা খুলতে সক্ষম হয়। এতেই দাইকুইরি স্থান পায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
এক মিনিটে সর্বোচ্চ কৌশল প্রদর্শনসহ আরও বেশ কিছু রেকর্ড আছে দাইকুইরি ও এটির মালিক জেনিফারের দখলে।
মন্তব্য করুন