পূর্বশত্রুতার জেরে এক দিনের ব্যবধানে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন। তবে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। সিএফসি কর্মীরা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী এবং সিক্সটি নাইন কর্মীরা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। এর আগে গত বৃহস্পতিবার বিকেল এবং রাতেও সংঘর্ষে জড়ান তারা। সে সময় অন্তত ১০ ছাত্রলীগ কর্মী আহত হন। হতাহতের ঘটনার জেরে পরদিন ফের সংঘর্ষে জড়ান তারা। শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসির নেতা সাদাফ খান কালবেলাকে বলেন, সিক্সটি নাইনের অনুসারী আকিব জাবেদ নেশা করে শাহ আমানত হলের সামনে এসে শিক্ষা উপমন্ত্রী নওফেলের নামে উল্টাপাল্টা কথা বলেন। তখন ছোট ভাইরা তাকে নিষেধ করলে তিনি আরও মাতলামি শুরু করেন। পরে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
অন্যদিকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইনের নেতা ইকবাল হোসেন টিপু কালবেলাকে বলেন, আমাদের এক ছেলে ওদের হলের সামনে দিয়ে আসার সময় সিএফসি গ্রুপের কয়েকজন তাকে উত্ত্যক্ত করতে থাকে। সে প্রতিবাদ করলে ওরা মারধর শুরু করে। তখন সংঘর্ষ শুরু হয়। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছি।
মন্তব্য করুন