কালবেলা প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৩, ০২:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

সরকার চাইলে পূজামণ্ডপে হামলা হবে না - রানা দাশগুপ্ত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, ২০২১ সালে দুর্গোৎসবে হামলার পর ২০২২ সালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় এমন ঘটনা ঘটেনি। এতে প্রমাণিত হয়, সরকার চাইলে দুর্গাপূজায় হামলা হবে, না চাইলে হামলা হবে না; এটাই বাস্তবতা। তাই গণতন্ত্রের স্বার্থে সব রাজনৈতিক দলকে এক হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে সরকারি দলের সংখ্যালঘুবান্ধব নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন দুর্গোৎসবে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধে সবার ঐক্যবদ্ধ ভূমিকা দেখতে চাই। দুই বছর আগে দুর্গাপূজার সময় কুমিল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাসের মূলহোতা ইকবালকে পাগল বানানো হয়। এ ঘটনার পেছনের চক্রান্তকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা গেলে পর্যায়ক্রমে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা ঘটত না এবং পূজারিদের মধ্যেও আতঙ্ক কাজ করত না। জেলা প্রশাসকদের কারণে অর্পিত সম্পত্তি ভুক্তভোগীরা ফেরত পাচ্ছেন না। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন এভাবে চললে আগামী ৫০ বছরেও মানুষ সুফল পাবে না। সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বানে আসন্ন শারদীয় দুর্গাপূজার সময়, ২০ থেকে ২৪ অক্টোবর কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি প্রদান থেকে বিরত থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের জন্য আওয়ামী লীগের দেওয়া সাত দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা মহাসমাবেশ ৬ অক্টোবরের পরিবর্তে অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। তবে ৬ অক্টোবর বিকেল ৪টায় সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি দলের প্রতিশ্রুতি অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও মিছিল হবে। রাজধানী ঢাকায় তা হবে জাতীয় প্রেস ক্লাব চত্বরে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক। উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মিলন কান্তি দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, বরুণ চন্দ্র সরকার, রতন চন্দ্র পাল, স্বপ্না বিশ্বাস, অপূর্ব ভট্টাচার্য্য, সুপ্রিয়া ভট্টাচার্য্য, সুবীর দত্ত, বাপ্পাদিত্য বসু, মঞ্জু রানী প্রামাণিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে যুদ্ধবিরতির আলোচনা শেষ করে দিল ইসরায়েল

‘নতুন শিক্ষাক্রম প্রণয়নের নামে প্রজন্ম ধ্বংসের নীলনকশা করেছে সরকার’

ভূমিকম্প আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়ে দুই শিক্ষার্থী আহত

জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর

ইউএনওর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর 

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক

অলিম্পিকে ৪ ডিসিপ্লিনে আবেদন করবে বাংলাদেশ

সমমনা জোট থেকে মাইনরিটি জনতা পার্টিকে বহিষ্কার

আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন যারা

মোতালেবের সমর্থকদের হুমকি-ধমকি, দুই থানায় জিডি

১০

নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল, কারাগারে ২

১১

ডেঙ্গুতে মৃত্যু কমল, হাসপাতালে ভর্তি ৬০৫

১২

ঢাকায় সমাবেশের ঘোষণা আওয়ামী লীগের 

১৩

অবরোধ সফলে রিজভীর নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল

১৪

পুলিশ পরিচয়ে পুলিশের সঙ্গেই প্রতারণা, গ্রেপ্তার ১

১৫

লেভানদোভস্কির সঙ্গে ইচ্ছা করেই বিরোধে জড়ান মেসি

১৬

ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

১৭

অপরাজনীতি করে দেশকে ব্যর্থ করতে চাইলে রুখে দেওয়া হবে : নাছিম

১৮

খুলে নেওয়া হলো রেলপথের নাট-বল্টু, বিলম্বে ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’

১৯

বিএনপির জ্বালাও-পোড়াও বন্ধে তরুণদের নৌকায় ভোট দিতে বললেন সজীব ওয়াজেদ

২০
X