ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও কমিটির সদস্য শামা ওবায়েদ। গতকাল বুধবার বিকেলে রাষ্ট্রদূতের গুলশানস্থ কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। তবে বৈঠক প্রসঙ্গে কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।
নির্বাচন সামনে রেখে দাবি বাস্তবায়নে আন্দোলনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে বিএনপি। দলটি চায়, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনে তাদের যে দাবি, তা বাস্তবায়নে কূটনীতিকরা সরকারের ওপর চাপ অব্যাহত রাখুক। এর অংশ হিসেবে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠক করল দলটি। এর আগে দুপুরে বারিধারায় তুরস্ক দূতাবাসে যান শামা ওবায়েদ। তবে রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে শামা ওবায়েদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন