সুপারহিরোদের মধ্যে অন্যতম জনপ্রিয় স্পাইডারম্যান। এ সুপারহিরোকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। সম্প্রতি কম্পিউটার অ্যানিমেটেড স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্সের মুক্তি উদযাপনে একসঙ্গে হয়েছিলেন ৬৮৫ ভক্ত। যাদের পরনে ছিল স্পাইডারম্যানের পোশাক। অবাক করার মতো এ কাণ্ডে বিশ্বরেকর্ডের অংশ হয়ে গেলেন তারা।
সমাবেশটির আয়োজন করেছিল সনি পিকচার্স মালয়েশিয়া ও এইওএন মল।
তাদের লক্ষ্য ছিল কম্পিউটার অ্যানিমেটেড স্পাইডারম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার ভার্সের মুক্তি উদযাপন এবং বিশ্বরেকর্ড গড়া। এ আয়োজনে স্পাইডারম্যানের পোশাক পরে অংশ নিয়েছিলেন ভক্তরা। এইওএন মল কর্তৃপক্ষ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে জানায়, আমরা পেরেছি। স্পাইডারম্যানের পোশাকে সবচেয়ে বড় সমাবেশ করেছি আমরা। ভিডিওতে দেখা যায়, সিনেমার মুক্তি উদযাপনে স্পাইডারম্যানের নানা ভার্সনের পোশাক পরে এসেছেন ভক্তরা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, স্পাইডারম্যানের পোশাকে সবচেয়ে বড় সমাবেশ আয়োজনের রেকর্ডের মালিক এখন থেকে সনি পিকচার্স মালয়েশিয়া। ৩ জুন তারা এ রেকর্ড গড়ে। সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন