n ২২ সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস।
n গন্ডাররা সবজিভোজী। তবে ওরা খায় প্রচুর। দিনে প্রায় ৫৪ কেজি ঘাস লাগে একটি গন্ডারের।
n হোয়াইট রাইনো তথা সাদা গন্ডারই হলো হাতির পর দ্বিতীয় বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী প্রাণী।
n গন্ডার আকারে মোটাসোটা হলেও দৌড়ায় কিন্তু দারুণ। ঘণ্টায় তা ৩০-৪০ মাইলের কম না।
n গন্ডার মাঝেমধ্যে মলত্যাগের মাধ্যমেও একে অন্যকে তথ্য জানায়।
n কিছু গন্ডার সাঁতার জানে এমনকি ডুব দিয়ে জলাশয়ও পার হতে পারে।
মন্তব্য করুন