ঠান্ডা ও শুষ্ক জায়গায় পেঁয়াজ রাখুন। তবে আলো-বাতাস যেন থাকে। ছড়িয়ে রাখতে হবে পেঁয়াজ। আগুনের পাশে বা সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না। আবার কিনে এনে প্লাস্টিকের প্যাকেটেই রেখে দেবেন না পেঁয়াজ। খবরের কাগজ বা পাটের বস্তায় রাখলে বেশি দিন ভালো থাকবে।
মন্তব্য করুন