বারান্দায় উঁকি দিয়ে যায় চড়ুই আর বুলবুলি? ওদের নিরাশ করতে না চাইলে টুকটাক জিনিসপাতি দিয়ে বানিয়ে ফেলো বার্ড ফিডার
** টিনের কৌটাকেও কাজে লাগাতে পারো। আগে রং করে নাও। রংটা ভালো করে শুকানোর পর বেঁধে দাও রঙিন কাপড়। পাখিরা উজ্জ্বল রং দেখে আকৃষ্ট হয়ে এসে দেখবে কত্ত খাবার!
**আইসক্রিমের কাঠি জমাও অনেক। তারপর ইচ্ছেমতো রং করো। চার কোনায় চারটা শক্ত দড়ি বেঁধে দাও। একটা আলাদা নীল কাঠি দেখতে পাচ্ছো? ওটা হলো পাখির দাঁড়ানোর জন্য।
**হাতলওয়ালা কাচের জার থাকলে তাতে দড়ি বা তার বেঁধে ঝুলিয়ে দাও গ্রিলে বা গাছের ডালে। চড়ুই-শালিকের জন্য সাধারণ চাল দিলেই হলো। একটা কাঠি জারের সঙ্গে গ্লু দিয়ে জুড়ে দিও। না হলে পাখিরা দাঁড়াতেই পারবে না।
**দোকান থেকে ডিম আনলে অনেক সময় এমন বাক্স পাওয়া যায়। বিশেষ করে অর্ডার যদি দেওয়া হয় অনলাইনে। আর এমন বাক্সের মাঝে ঢিবির মতো অংশ দুটোকে অনায়াসে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া যায়। বাকি খোপগুলোতে রেখে দাও পাখির পছন্দের দানা।