আজ যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে চার দিনব্যাপী বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা) ৩০ বছরপূর্তি আয়োজন। অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান ‘ধ্রুপদী ছন্দে নৃত্য’ পরিচালনা এবং পরিবেশন করবেন বাংলাদেশের জুয়েইরিযাহ মৌলি ও এস এম হাসান ইশতিয়াক ইমরান।
আয়োজকরা জানিয়েছেন, নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং সেন্টার অব আর্টসে বসবে এ আয়োজন। উৎসবের শেষদিন (৩০ জুলাই) থাকবে মৌলি-ইমরানের শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান ‘ধ্রুপদী ছন্দে নৃত্য’।
এরই মধ্যে নৃত্যশিল্পী মৌলি ও ইমরান নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানকার নৃত্যশিল্পীদের নিয়ে অংশ নিয়েছেন মহড়ায়। এমন আয়োজনে আমন্ত্রণ জানানোয় বিপা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানান মৌলি-ইমরান।
জুয়েইরিযাহ মৌলি ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রোডাকশন, নৃত্য) হিসেবে কর্মরত আছেন।
অন্যদিকে ইশতিয়াক ইমরান ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক হিসেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত।
মৌলি ও ইমরান এর আগে ভারত, রাশিয়া, জাপান, তুরস্ক, ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বিভিন্ন উৎসবে নৃত্য পরিবেশন করেছেন।
মন্তব্য করুন