মহাভারতের কাহিনি অবলম্বনে সিনেমা বানাতে চলেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ছবির নাম ‘দ্রৌপদী’। এতে নাম ভূমিকায় অভিনয়ে থাকছেন রুক্মিণী মৈত্র। দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় এ ছবি ঘিরে জল্পনা চলছিল। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিয়ে প্রকাশ্যে এলো ছবির পোস্টার। সেইসঙ্গে ঘোষণা করা হলো ‘দ্রৌপদী’ চরিত্রে রুক্মিণীর নাম। প্রযোজক হিসেবে থাকছেন দেব। এটি নির্মিত হচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও প্রমোদ ফিল্মসের যৌথ প্রযোজনায়।
রুক্মিণী বললেন, ‘রামকমলের সঙ্গে কাজ করব ভাবলেই ভালো লাগছে। প্রত্যেক ভারতীয়র মনের খুব কাছের বিষয় মহাভারত। বিনোদিনীর পর দ্রৌপদী ছবিটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র।’
রামকমলের কথায়, ‘রুক্মিণীর সঙ্গে কাজ করতে পেরে খুবই উচ্ছ্বসিত। প্রতীক ও দেব আমার ওপর যে ভরসা রাখতে পেরেছে, এটিই বড় পাওনা। রুক্মিণী ছাড়া ছবির বাকি কাস্ট এখনো চূড়ান্ত হয়নি।’
যদিও ‘দ্রৌপদী’তে দেবকে অভিনয় করতেও দেখা যাবে কি না, সে বিষয়ে মুখ খুলতে নারাজ পরিচালক। প্রতিভা রায়ের উপন্যাস ‘যজ্ঞসেনী’ অবলম্বনে তৈরি হচ্ছে চিত্রনাট্য। উল্লেখ্য, সম্প্রতি শেষ হয়েছে এই নির্মাতার পরিচালনায় রুক্মিণী অভিনীত ‘বিনোদিনী’র শুটিং।
মন্তব্য করুন