সম্প্রতি ‘ফ্লাইট ২২৭’ নামে ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল—এ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তবে গুঞ্জনই সার। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অপূর্ব জানিয়েছেন, ওই ফিল্মে তিনি অভিনয় করছেন না।
অপূর্বর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অ্যাডমিনের তরফ থেকে লেখা হয়েছে, ‘মিজানুর রহমান আরিয়ানের নতুন প্রজেক্টে জিয়াউল ফারুক অপূর্বর কাজ করা সংক্রান্ত খবরের ভিত্তিতে দর্শক, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের উচ্ছ্বাস সত্যি পুলকিত হওয়ার মতন; কিন্তু বিনয়ের সঙ্গে সবাইকে জানাতে চাই যে, পত্রিকায় প্রকাশিত সংবাদটি সঠিক নয়। তবে আমাদের সবার জন্য সুসংবাদ, মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে অন্য একটি প্রজেক্ট নিয়ে পরিকল্পনা চলছে। বিষয়টি চূড়ান্ত হলে সবাই অবশ্যই জানবেন।’
প্রসঙ্গত, কাস্টিং, শুটিং কিংবা কোন ওটিটিতে আসছে—সে ব্যাপারে মুখ খুলতে চাইছেন না আরিয়ান। শুধু বললেন, ‘এটি একসঙ্গে অনেকগুলো গল্প। কখনো সম্পর্কের, কখনো প্রেমের, কখনো বন্ধুত্বের আবার কখনো ক্রাইসিসের। মূলত একটা জার্নির গল্প। কী জার্নি, এই জার্নির শুরু কোথায়, শেষ কোথায় সব জানা যাবে সিনেমায়।’
গল্প, চিত্রনাট্য আর সংলাপ যথারীতি নির্মাতারই লেখা। তবে এটি ২০১৮ সালের ১২ মার্চ কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরের বম্বার্ডিয়ার ড্যাশ এইট কিউ-ফোর হানড্রেড বিধ্বস্ত হওয়া থেকে অনুপ্রাণিত কি না, সেটিও বলছেন না আরিয়ান। তার স্ট্যাটাসে এটুকু স্পষ্ট, একটি উড়োজাহাজ ভূপাতিত হয়ে পুড়ে ছাই। কুণ্ডলী পাকিয়ে আকাশ ছুঁয়ে দিচ্ছে ধোঁয়া। ঈগল চোখে তোলা পোস্টারের সেই ছবিটি আভাস দিচ্ছে ভয়ংকর এক বাস্তবতারই।
মন্তব্য করুন