ঈদ-পরবর্তী নাটক ‘দিলদরিয়া’ প্রকাশের পর থেকেই আলোচনায় আছে। এরই মধ্যে দর্শক ভালোবাসায় এটি মুক্তির দুদিনেই এক মিলিয়ন ছাড়িয়ে গেছে।
নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।
নাটকে অভিনয় নিয়ে জোভান বলেন, ‘এই নাটকের শুটিং হয়েছে পাবনায়। যেখানে আমি প্রথমবার শুটিং করেছি। গল্পের মতোই অসম্ভব সুন্দর লোকেশনে কাজটি হয়েছে। আমি খুবই আনন্দিত। আর এই নাটকের গল্পটা শক্তিশালী। যার জন্য দর্শক এমনভাবে ভালোবাসা দিচ্ছে। ব্যতিক্রম কিছু দিলে সবাই কাজটি লুফে নেয়।’
নাটকের প্রধান চরিত্রে অভিনয় করা কেয়া পয়েল বলেন, ‘পাবনায় এটি আমারও প্রথম কাজ। অসাধারণ লোকেশনে দিল দরিয়ার শুটিং হয়েছে। যার কারণে আমরা অসাধারণ কিছু দৃশ্য পেয়েছি। এ ছাড়া আমার চরিত্রটি নিয়ে অনেকেই প্রশংসা করছে। দর্শকও ভালোবাসা জানিয়েছে। এমন কাজ করতে সবসময়ই ভালো লাগে।’
‘দিল দরিয়া’ নাটকটি পরিচালনা করেছেন আরমান রহমান প্রত্যয়। নিজের নাটক নিয়ে তিনি শুরু থেকেই ছিলেন আশাবাদী। এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন আফরিনা রহমান। নাটকটি বিন্দু ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
মন্তব্য করুন