কার না প্রিয় জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা! একসঙ্গে একের পর এক উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা। টলিউডের সর্বকালের সেরা জুটির কথা বললে উত্তম-সুচিত্রার পরই এ জুটির কথা সবার মনে পড়বে হয়তো।
তাদের মধ্যে গোপন প্রেম ছিল বলেও শোনা যায়। তবে বাস্তব জীবনে তারা ঘর বেঁধেছেন ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে। তবে ভালোবাসা যেন রয়েই গেছে অমলিন।
গত ৩০ সেপ্টেম্বর ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ এ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। শুধু তাই নয়, অভিনেত্রী জন্মদিনে একটি সুন্দর বার্তাও তুলে ধরেছেন।
শনিবার, ঋতুপর্ণা তার সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, ‘সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা, তোমার সঙ্গে কাজ মানেই যেন খোলা হাওয়ার মতো অনুভূতি। তোমার সঙ্গে কাজ জীবনের সম্পদ। চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করি অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার কাটুক হাসি আর ভালোবাসায়।’
পুরোদমে বাণিজ্যিক ছবি হোক কিংবা একটু অন্য ধরনের বাণিজ্যিক ছবি—ঋতুপর্ণা- প্রসেনজিৎ পর্দায় থাকলেই দর্শকের মনে তৈরি হয় আলাদা উন্মাদনা।
প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ‘দৃষ্টিকোণ’ সিনেমায়। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। এরপর অনেক দিন পেরিয়ে গেলেও তাদের সম্পর্কে যেন এক বিন্দুও ভাটা পড়েনি।
প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি এত বছর ধরে বাংলা সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উত্তম-সুচিত্রার পর টলিউডে কোনো জুটি এতটা জনপ্রিয় হয়নি, যতটা হয়েছিল আইকনিক এ জুটি।