‘আজকে তোমার বিশেষ দিন, আমি তোমার প্রত্যেকটা বিশেষ দিন স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি, বড় হলে বুঝতে পারবে। এই ছোট্ট চিরকুটটা ফেসবুকের টাইমলাইনে রেখে দিলাম। প্রতিবছর মেমোরি আসবে বলে।’ নিজের ফেসবুক প্রোফাইলে এমনটাই লিখেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মাহিয়া মাহি।
ফারিশের মুখে ভাত অনুষ্ঠানে আবেগপ্রবণ মা মাহি। এ মুহূর্তটিকে মনে রাখার জন্য লিখলেন, ‘বাবা, একদিন যখন তুমি অনেক বড় হবে, তখন তুমি নিশ্চয়ই বুঝবে, মা একটা সুখ পাগল পাখি, সুখী হওয়ার জন্য সে আটলান্টিক মহাসাগরও সাঁতরে পাড়ি দিতে পারে। সেদিন তুমি আমাকে বুঝবে তো বাবা? সেদিনও এভাবে আমার হাত ধরবে তো বাবা? আজকে তোমার প্রথম মুখে ভাত বাবা, আজকে তোমার বিশেষ দিন, আমি তোমার প্রত্যেকটা বিশেষ দিন স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি, বড় হলে বুঝতে পারবে। এ ছোট্ট চিরকুটটা ফেসবুকের টাইমলাইনে রেখে দিলাম। প্রতিবছর মেমোরি আসবে বলে। তুমি মায়ের জান। অনেক ভালোবাসি।’ পঞ্চব্যঞ্জন সাজিয়ে ছেলেকে মুখে ভাত দিলেন মাহি। সঙ্গে ছিল দারুণ একটি কেক। শুক্রবার রাতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ছেলের মুখে ভাত দিচ্ছেন নায়িকা। পাশে ছিলেন স্বামী ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিব। এ মুহূর্তে ছেলেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।