বলিউডের নারীপ্রধান চরিত্রের অন্যতম জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে এখন হলিউডে রাজত্ব তার। বলিউডে থাকাকালীন পুরুষপ্রধান বিনোদন জগতে নিজের পরিশ্রম ও মেধার জোরে ‘তারকা’ তকমা অর্জন করেছিলেন। ২০০০ সালে বিশ্বসেরা সুন্দরীর খেতাবও অর্জন করেন তিনি। এত কিছুর পরও নাকি একাধিকবার নিজের গায়ের রঙের জন্য কথা শুনতে হয়েছে অভিনেত্রীকে। তিনি মোটেই ‘নায়িকাসুলভ’ নন, এমন কথাও নাকি শুনেছেন প্রিয়াঙ্কা।
সৌন্দর্যের নিরিখে সেরার খেতাব অর্জন করার পর বলিউডে পা রেখেই নিজের মুখে সার্জারি করিয়ে ফেলেছিলেন তিনি। যদিও অসুখের কারণে নাকে অস্ত্রোপচার করাতে হয়েছিল বলে একাধিক সাক্ষাৎকারে দাবি করেছেন প্রিয়াঙ্কা। তবে তারই এক ছবির পরিচালকের দাবি অন্য। হলিউডের এক নামজাদা তারকার মতো সৌন্দর্য পেতেই নাকি নাকে ছুরি-কাঁচি চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা, দাবি ওই পরিচালকের।
সম্প্রতি ‘গদর ২’ ছবির সাফল্যের সৌজন্যে আলোচনায় ফিরেছেন পরিচালক অনিল শর্মা। ২০০১ সালে ‘গদর’ ছবির পর ২০০৩ সালে মুক্তি পেয়েছিল তারই পরিচালিত ছবি ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’। ওই ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে হাতেখড়ি। অথচ নিজের প্রথম ছবির চুক্তিতে সই করার পরও নাকি ছবি করতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলেন নায়িকা। কেন? পরিচালক জানান, ‘গদর’-এর সাফল্যের পর বিদেশ থেকে ঘুরে এসে তিনি জানতে পারেন, প্রিয়াঙ্কা নাকি নিজের নাকে সার্জারি করিয়ে ফেলেছেন। অনিল জানান, হলিউড তারকা জুলিয়া রবার্টসের মতো সৌন্দর্যের লক্ষ্যেই নাকি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা।