রংপুরের মিঠাপুকুর প্রেস ক্লাবের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি শেখ শাদী সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান রিপুল।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন অনুমোদন করা হয়। এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শামীম আখতার, সহসভাপতি দৈনিক সংগ্রামের হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের রুবেল হুসাইন সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আওয়ার বাংলাদেশের আশিকুর রহমান।
সহ-সাংগঠনিক সম্পাদক বাংলার দূতের আজিজুল ইসলাম মজুমদার, কোষাধ্যক্ষ নয়াদিগন্তের শাহিন মণ্ডল, দপ্তর সম্পাদক রুবেল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক রায়হান কবির, প্রচার সম্পাদক শাকিল আহম্মেদ, ধর্মবিষয়ক সম্পাদক আলোকিত বাংলাদেশের সুলতান মারজান, ক্রীড়াবিষয়ক সম্পাদক দি নিউ নেশনের বিপ্লব রহমান। শিক্ষাবিষয়ক সম্পাদক দৈনিক সংবাদের আনোয়ার হোসেন রাব্বি।
কার্যনির্বাহী সদস্য করা হয়েছে, আজকের পত্রিকার প্রদীপ কুমার গোস্বামী, দৈনিক দিনকালের মো. আব্দুল হালিম মন্ডল, দৈনিক আলোকিত সকালের মো. মোতাহার হোসেন, দৈনিক দাবানলের মো. হাশেম মন্ডল, দৈনিক সমকালের হাবিবুর রহমান সোনা, প্রতিদিনের সংবাদের মো. মনিরুজ্জামান বিজয়, দৈনিক আজকালের খবরের মো. হাফিজুর রহমান মানিক, দৈনিক যুগান্তরের মো. তাহাম্মেল হোসেন সবুজ, দৈনিক দাবানলের মো. রেজাউল করিম লাবলু।
সাধারণ সদস্য করা হয়েছে, ডেইলি অবজারভারের মো. রবি খন্দকার, দৈনিক ভোরের কাগজের মো. বিপ্লবুর রহমান বিপ্লব, দৈনিক যুগান্তরের মো. আশরাফুল ইসলাম, দৈনিক দেশ বাংলার মো. বাবুলাল মার্ডি, প্রতিদিনের বাংলাদেশের মো. মিল্লাত হাসান, দৈনিক আমার সংবাদের শ্রী বিপুল চন্দ্র, ঢাকা প্রতিদিনের মো. রাকিবুল হাসান, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ, মো. শাহ আলম মিয়া, দৈনিক কালবেলার মো. নাজমুল হাসান।
মন্তব্য করুন