কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১২:১৯ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অ্যাপারেলস প্লাস কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশের বেশকিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিকদের দাবি, সাধারণ শ্রমিকদের এক মাসের এবং স্টাফদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে।

বেতনের দাবিতে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে আন্দোলনে নামেন শ্রমিকরা। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর আগে সোমবারও (৩০ সেপ্টেম্বর) তারা আন্দোলন করেন।

সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এতে নাকাল হচ্ছেন যাত্রীরা। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোগড়া বাইপাস ও আশপাশের এলাকায় বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অপরদিকে কোনাবাড়ি এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ শুরু করে। কোনো সমাধান না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে তারা ফের কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে।

বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি কারখানা বন্ধ ছাড়া বাকি ৯৮ ভাগ কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। মাসের প্রথম দিন বেশকিছু কারখানায় দেখা গেছে চাকরিপ্রত্যাশী তাদের কাগজপত্র নিয়ে কারখানাগুলোর সামনে ভিড় করেছেন। সচল কারখানাগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের দাবিদাওয়া মেনে নেয়ায় পরিস্থিতি স্বাভাবিক আছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানিয়েছেন, গাজীপুর জেলায় ৫টি কারখানা বন্ধ আছে। এর মধ্যে ৪টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। ২টি কারখানার শ্রমিকরা বিভিন্ন আন্দোলন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

১০

৫০তম বিসিএসের প্রিলি আজ

১১

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

১২

টিভিতে আজকের যত খেলা

১৩

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৪

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৬

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১৯

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

২০
X