সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীকে হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিক্ষার্থীদের প্রতিবাদ

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। ছবি : সংগৃহীত
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। ছবি : সংগৃহীত

সিলেটে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী ছাত্রীর মা সোমবার (১১ নভেম্বর) নগরীর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

সোমবার (১১ নভেম্বর) এই অভিযোগের ভিত্তিতে শিক্ষক মুহিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে।

তবে সোমবার কিছু শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে স্কুলের সামনে প্রতিবাদ করে এবং শিক্ষকের মুক্তির দাবি জানায় তারা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্ত শিক্ষক মুহিবুর রহমান নিজ বাসায় একটি কোচিং সেন্টারে খুলে নিয়মিত প্রাইভেট পড়ান। গত ৫ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় তিনি ভুক্তভোগী ছাত্রীকে একটি মোবাইল নম্বর দেন এবং বাসায় পৌঁছে ফোন করতে বলেন। সেদিন রাতে ওই ছাত্রী মুহিবুরকে কল দিলে তিনি অশালীন কথাবার্তা বলেন। পরদিন ৬ নভেম্বর (বুধবার) ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে অভিযুক্ত শিক্ষক তাকে নিজ বাসায় একান্তে ডেকে নিয়ে অসদাচরণ করেন।

ছাত্রীর পরিবার জানায়, এ ঘটনার পর ছাত্রী স্কুলে গিয়ে তার সহপাঠীদের ঘটনাটি জানায় এবং প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জমা দেয়।

ঘটনা জানার পরপরই ছাত্রীর মা বিষয়টি তার স্বামীকে জানান। তিনি ঢাকায় কর্মরত ছিলেন। খবর পেয়ে দ্রুত ঢাকায় ফিরে এসে তিনি মেয়েকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা শেষে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক কালবেলাকে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আমরা যথাযথ প্রক্রিয়ায় প্রমাণ সংগ্রহ করছি। এ ঘটনার পর এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১০

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১১

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১২

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৩

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৪

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৫

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৬

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৭

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৮

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৯

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

২০
X