পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার দেড় শতাধিক গাছ কাটলেন বিএনপি নেতা

লালমনিরহাটের পাটগ্রামে এক আওয়ামী লীগ নেতার দেড় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে। ছবি : কালবেলা
লালমনিরহাটের পাটগ্রামে এক আওয়ামী লীগ নেতার দেড় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রামে এক আওয়ামী লীগ নেতার দেড় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে। রোববার (০৯ ফেব্রয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে শ্রীরামপুর ইউনিয়নের (সাবেক) আউলিয়ারহাট বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিন মেম্বারের পুকুরের পাশের সড়কের গাছগুলো কাটা হয়।

ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নুরুজ্জামান ও ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইনু বেশকিছু লোক নিয়ে এই গাছ কাটেন বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করে গ্রামবাসীই গাছগুলো কেটেছে বলে দাবি করেন নুরুজ্জামান।

সরেজমিন দেখা গেছে, পুকুরের পাশের সড়কটিতে ১২০টি সুপারিগাছ, ৩০টি আমগাছ ও ১৫টি পেয়ারাগাছসহ অন্যান্য গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এর মধ্যে সুপারিগাছে সুপারি ধরেছিল।

এলাকাবাসী জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিনকে গাছগুলো কেটে ফেলতে নানাভাবে চাপ দিয়ে আসছিলেন বিএনপির নেতা নুরুজ্জামান ও ইনু। রোববার সকালে বহিরাগতদের নিয়ে এসে গাছগুলো কেটে ফেলে রেখে যান তারা।

গাছ কাটার অভিযোগ হাস্যকর বলে দাবি করে অভিযুক্ত নুরুজ্জামান বলেন, ‘আমি কেন এ কাজ করতে যাব? গাছগুলো সব এলাকাবাসী কেটেছে, এলাকাবাসীর যাতায়াতের সমস্যা হয় এজন্য। আমি শুধু গেছিলাম দেখতে। আমি কখনোই তার গাছে হাত দিইনি বা কাটিনি। আমার ওপর মিথ্যা দোষারোপ চাপানোর চেষ্টা করছে। এ বিষয়ে আমি কিছু জানি না, উনি (কমিজ উদ্দিন) দীর্ঘদিন থেকে আমাদের লাঞ্ছিত করে আসছেন, তারপরও আমরা কিছুই বলিনি। বর্তমানে যে অভিযোগ, সেটা আসলেই ভিত্তিহীন এবং মিথ্যা।’

শ্রীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবেদর রহমান বলেন, গাছ সব এলাকাবাসী কেটেছে। এলাকাবাসীর যাতায়াতের সমস্যা হয়। এজন্য তারা সবাই মিলে গাছগুলো কেটে ফেলে। আর আওয়ামী লীগ পতনের পর বিভিন্ন সময় আমাদের নামে মিথ্যা অপবাদ ছড়ানোর চেষ্টা করছে তারা। এটা আসলে ভিত্তিহীন বানোয়াট এবং মিথ্যা। আমাদের লোকজন সেরকম কাজ করেনি। তারা আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, পুকুরের পাশে যে গাছগুলো লাগানো রয়েছে, মূলত সেটি সরকারি জমি। পুলিশ সেখানে তদন্ত করে এসেছে এবং তারা ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, এলাকাবাসী এক হয়ে গাছগুলো কেটেছে। তারপরও তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১০

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১১

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১২

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৩

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৪

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৫

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৬

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৭

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৮

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৯

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

২০
X