সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্যারাগ্লাইডারে আকাশে ওড়া মারুফের পাশে ইউএনও

নিজে প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ। ইনসেটে মারুফ হোসেন। ছবি : সংগৃহীত
নিজে প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ। ইনসেটে মারুফ হোসেন। ছবি : সংগৃহীত

প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে ওড়ার স্বপ্ন সফল করেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের তরুণ মারুফ হোসেন। তার এই অনন্য অর্জন ইতোমধ্যে টেলিভিশন, পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।

এদিকে মারুফের সাফল্যে মুগ্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা তাকে সংবর্ধনা দিয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয় ।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, মারুফের প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে। গ্রামীণ দরিদ্র পরিবারের সন্তান হয়েও প্রবল ইচ্ছাশক্তি ও মনোবল দিয়ে সে নতুন কিছু সৃষ্টি করে দেখিয়েছে। উপজেলা প্রশাসন তার সৃষ্টিশীল ও বিজ্ঞানমনস্ক কর্মকাণ্ডে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

তিনি আরও বলেন, দারিদ্র্যের কারণে মারুফের পড়ালেখা থমকে গেলেও তাকে আবার শিক্ষার ধারায় ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারেও উপজেলা প্রশাসন সার্বিক সহায়তা করবে।

প্রসঙ্গত, নিজ হাতে তৈরি প্যারাগ্লাইডার আকাশে উড়িয়ে রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছেন ফরিদপুরের মারুফ মোল্লা। এ ছাড়া তিনি ইলেকট্রিক্যাল থেরাপি মেশিন তৈরি করেছেন। যেটি হাত-পা ঘামানোর সমস্যার সমাধান দিতে সাহায্য করে। প্যারাগ্লাইডার উড্ডয়ন দেখা ছাড়াও তার তৈরি যন্ত্র দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য মানুষ।

ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখে আসছিলেন মারুফ। তবে পরিবারের অভাবের কারণে এসএসসি পাসের পর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। কিন্তু তার মনোবল এবং আকাশে ওড়ার আকাঙ্ক্ষা তাকে কোনোভাবেই থামাতে পারেনি। অবশেষে তিনি সফল হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, প্যারাগ্লাইডার তৈরিতে ব্যবহার করা হয়েছে ইয়ামাহা ১০০ সিসি মোটরসাইকেলের ইঞ্জিন, কার্বন ফাইবার ৪২ ইঞ্চি পাখা, (চীন থেকে আমদানিকৃত) প্যারাগ্লাইডার, স্টিলের পাইপ, রশি ও সেফটি বেল্ট। প্যারাগ্লাইডারের ওজন ৫ কেজি, ব্যাকপ্যাক প্যারাগ্লাইডারের ওজন ২৫ কেজি। সবমিলিয়ে ওজন ৩০ কেজি। প্যারাগ্লাইডারে ৪-৫ মিনিটের মতো প্রায় ৭০-৮০ ফুট উচ্চতায় ওড়েন মারুফ মোল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিসকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পর দুঃখ প্রকাশ

সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে সড়কে পড়ে যান তানভীর, অতঃপর...

ঘরে মিলল স্ত্রীসহ মুক্তিযোদ্ধার গলা কাটা মরদেহ

আন্তর্জাতিক প্রটোকল মেনেই অভ্যুত্থানে নিহতদের মরদেহ উত্তোলন : সিআইডি প্রধান

এবার দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সরকার খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে: শফিকুল আলম

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বে ৬ ‘হাইভোল্টেজ’ ম্যাচ, কবে কখন

১০

ফের রাস্তায় নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা

১১

গভীর রাতে প্রাণ গেল ৩ জনের

১২

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

১৩

আমনের ভালো ফলনে কৃষকের মুখে হাসি

১৪

ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

১৫

জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

১৬

একনজরে দেখে নিন বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসূচি

১৭

জুলাই একটি আদর্শিক ভিত্তির ওপর রচিত হয়েছে : জাহিদুল ইসলাম

১৮

বুসকেটস ও আলবার বিদায়ী ম্যাচে এমএলএসের রাজা মেসি

১৯

৭ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X