বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
ফেনী ও পরশুরাম প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

অভিযুক্ত আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ফেনী জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ। ছবি : সংগৃহীত
অভিযুক্ত আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ফেনী জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ। ছবি : সংগৃহীত

ফেনীর পরশুরাম উপজেলায় মৃত ভাইয়ের অর্থ আত্মসাৎ, পরিবারের ওপর হামলা ও জমি দখলসহ নানা অভিযোগ উঠেছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক জাফর আহমদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা এর সুষ্ঠু বিচার দাবি করেছে।

সরেজমিন ঘুরে জানা গেছে, পরশুরামের মির্জানগর ইউনিয়নের সত্য নগরের ভুঞা বাড়ির জাফর আহমদ তার ভাই টিপু ও বোন নাসিমা আক্তারকে পৈতৃক সম্পত্তি না দিয়ে ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী নাসিমা আক্তার জানান, আমরা জাফর আহমেদের এসব জুলুমের ব্যাপারে প্রতিকার চেয়ে জেলা জামায়াতের কাছে অভিযোগ দিয়েছি। আশা করি তারা সুরাহা করবেন। না হলে আমরা পরবর্তীতে আইনের দ্বারস্থ হবো।

তিনি আরও জানান, তার ভাই তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে এবং বাড়িতে ঈদ উদযাপন করতে বাধা দেয়। এছাড়াও এলাকায় জমি কিনতে গেলে তিনি জমি কিনতেও তাকে বাধা দিয়েছেন।

জাফর আহমেদের মৃত বড় ভাই আব্দুস সাত্তারের স্ত্রী মনোয়ার বেগম অভিযোগ করে জানান, তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে তার পরিবারের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। তারা ভয়ে বর্তমানে এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। তার ভয়ে আতঙ্কিত হয়ে ছেলের বউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

আব্দুস সাত্তারের ছেলে রাকিব বিন সাত্তার অভিযোগ করে বলেন, আগেও মীমাংসিত তিন লাখ টাকা তার চাচা জাফর পরিশোধ করার কথা থাকলেও ওই টাকা পরিশোধ না করে বেআইনিভাবে আমাদের ওপর চাপিয়ে দিয়ে হয়রানি করছে। আমার চাচা আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে আমার মা ও স্ত্রীকে ভয়-ভীতি এবং একাধিকবার হামলা করেছে। আমার পরিবারের নিরাপত্তার কথা ভেবে আমি তুরস্ক থেকে দেশে চলে আসতে বাধ্য হয়েছি।

এবি পার্টির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই দাবি করে এ বিষয় অভিযুক্ত জাফর আহমেদ কালবেলাকে জানান, জামায়াত করার কারণে চারবার জেলে যেতে হয়েছে। জামায়াতের সঙ্গে তিনি ছাত্র জীবন থেকে জড়িত।

তিনি আরও জানান, মৃত ভাইয়ের সম্পত্তি দখল করেননি বরং সুষম বণ্টন করে ভাইয়ের ওয়ারিশদের বুঝিয়ে দিয়েছেন। একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে যাচ্ছে।

এ বিষয়ে এবি পার্টির ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী কালবেলাকে জানান, জাফর আহমদ আমাদের এবি পার্টির সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে তিনি এবি পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন বলে জানতে পেরেছি।

এ বিষয়ে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান কালবেলাকে জানান, আমরা জাফর আহমদের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টা পারিবারিক একটা বিরোধ এটা নিয়ে আমরা বসবো। বসে উভয় পরিবারের মধ্যে সমাধান করার উদ্যোগ গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১০

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১১

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১২

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৩

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৪

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৫

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৬

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৭

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৮

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

১৯

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

২০
X