সন্ধ্যা নদী ভাঙনের কবল থেকে বরিশালের উজিরপুর উপজেলার ৫টি ইউনিয়ন রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় নদীর তীরঘেঁষা নারিকেলি এলাকায় এ মানববন্ধন করা হয়।
এতে স্থানীয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে সন্ধ্যা নদীর ভাঙন থেকে নদীঘেঁষা বড়াকোঠা ইউনিয়নের সাকরাল, নারিকেলি ও চাউলাহার এলাকায় ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানান বক্তারা।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিনের সভাপতিত্বে এবং বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কাইয়ুম খান, যুবদলের সদস্য আনিচুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা কালবেলাকে বলেন, নদীভাঙনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য বেড়িবাঁধ নির্মাণ জনগণের যৌক্তিক দাবি। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। এ ছাড়া নদীভাঙন রোধে অচিরেই ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে বলে জানান তিনি।
মন্তব্য করুন