কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী ফ্যাসিস্টদের থেকে সাবধান : আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা
কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ঘাপটি মেরে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা। এরা সুযোগ পেলেই ছোবল মারবে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, ৫ আগস্টের আগে যারা বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন, মামলা ও হামলা চালিয়েছে। আজ তারা নিজেদের মুখোশ বদলে বিএনপিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এরা আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিনিধি, সময় এলে তাদের প্রকৃত রূপ প্রকাশ পাবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কার্যত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারা এখন গণবিচ্ছিন্ন। নির্বাচনে তাদের প্রতীকও থাকবে না। তাই ধানের শীষ প্রতীকে ভোটই হবে জনগণের বিজয়, স্বাধীনতার প্রতীক। ধানের শীষের বিজয় মানে জনতার বিজয়।

অতীতের সহিংসতার প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, এ হযরতপুরেই ফ্যাসিবাদের দোসররা মসজিদে হামলা করেছিল, ইফতার মাহফিল ভাঙচুর করেছিল। আমার নামেই উল্টো মামলা দিয়েছিল। কিন্তু আল্লাহ তাদের বিচার করেছেন। এ বাংলাদেশে তাদের আর কোনো ঠাঁই হবে না।

তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে হযরতপুরে প্রতিষ্ঠা করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইনশাআল্লাহ, ক্ষমতায় এলে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা নিজেরা সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠো। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি গ্র্যাজুয়েট এক বছরের ভাতা পাবে, যাতে চাকরি না পাওয়া পর্যন্ত নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে।

তিনি আরও বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের আরও একটি আন্তর্জাতিক ভাষায় দক্ষ করে তোলা হবে, যাতে বিদেশে কর্মসংস্থান ও যোগাযোগ সহজ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেরা আমান, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, মডেল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ অভি ও আশরাফুল আলম, ছাত্রদলের আহ্বায়ক হাজি সাইফুল ইসলাম, জাসাস আহ্বায়ক শাফায়াত হোসেন, দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম মিলনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামের আগে বিপিএলে এখন পর্যন্ত দল পেলেন যারা

বঙ্গোপসাগরে বড়শিতে ধরা পড়ল ৩৭ কেজির ‘কালো পোয়া’

গাঁজা সেবনকালে রাবির ৭ শিক্ষার্থী আটক

সামুদ্রিক প্রাণীর সঙ্গে মানুষের অন্যরকম সখ্যতা

বিশ্বমঞ্চে বাংলাদেশের মিথিলা

তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির যমজ দুইবোন 

বোমা বানানোর সময় হাতেনাতে ৩ যুবক আটক 

ভাত পড়লে তুলে না খেলে কি তা কবরে বিচ্ছু হয়ে কামড়াবে?

পদ্মার এক কাতল ৫৩ হাজারে বিক্রি

আ.লীগের ৪ কর্মীসহ ১৫ জন গ্রেপ্তার

১০

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাড়ছে দল, ফিরতে পারে ওয়ানডে সুপার লিগ

১১

ঢাকায় এসেছেন পাকিস্তানি অভিনেতা আহাদ

১২

অনুমতি ছাড়াই সিবিএ নেতা কাটলেন ৫ লাখ টাকার গাছ

১৩

কাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না মিমি

১৪

যে বিষয়গুলোকে প্রাধান্য দেন জয়া

১৫

আমিরের সঙ্গে চুম্বন দৃশ্যে রাজি ছিলেন না জুহি

১৬

আওয়ামী ফ্যাসিস্টদের থেকে সাবধান : আমান উল্লাহ আমান

১৭

বাসে আগুন দেওয়া নিয়ে হাসিনার পুরোনো বক্তব্য ভাইরাল

১৮

মহিলা দলের ৪ নেত্রী বহিষ্কার

১৯

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

২০
X