কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ-৫ আসন হবে বিএনপির দুর্গ : মাসুদুজ্জামান

কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি
নারায়ণগঞ্জ শহরে এক বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ শহরে এক বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, ‘এ মনোনয়ন শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; নারায়ণগঞ্জ-৫ আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। দল আমার প্রতি যে আস্থা রেখেছে, আমি সেই আস্থার মর্যাদা রক্ষায় জীবন বাজি রেখে কাজ করব। নারায়ণগঞ্জ-৫ আসনটি বিএনপিকে উপহার দিব। আগামীতে নারায়ণগঞ্জ-৫ আসন হবে বিএনপির দুর্গ।’

শুক্রবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরে এক বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মাসুদুজ্জামান এই কর্মসূচি পালন করেন।

র‌্যালিটি নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল রোড থেকে শুরু হয়ে চাষাড়া হয়ে মন্ডলপাড়ায় গিয়ে শেষ হয়। মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে এই র‌্যালিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। পথজুড়ে স্লোগান, ব্যানার, কর্মীদের উদ্দীপনা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়; যা নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের গণসংযোগে বাড়তি মাত্রা যোগ করে।

জনসাধারণের উদ্দেশে মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘এ আসনের উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি জনগণের পাশে আছি এবং থাকব। নারায়ণগঞ্জ-৫ আসন হবে বিএনপির দুর্গ। এই দুর্গকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু; মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী ফারুক হোসেন, মাহাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহম্মদ রিপন ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু; বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, সাবেক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল মহানগরের সাবেক সভাপতি খোরশেদ আলম খন্দকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, উপজেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ সদর ও বন্দর উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা বলেন, মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য এক যোগ্য, শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এলাকায় গ্রহণযোগ্যতা এবং মানুষের প্রতি আন্তরিকতা ইতোমধ্যেই জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তার মতো স্বচ্ছ, দায়িত্বশীল এবং জনগণের কল্যাণে নিবেদিত নেতা আজকের রাজনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত প্রয়োজন। তার মনোনয়নের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিতে নতুন আশা, নতুন দিশা এবং পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

নেতাদের প্রত্যাশা, মাসুদুজ্জামানের নেতৃত্বে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা করার কারণ জানা গেল

ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসুন : মোশারফ হোসেন

বিরোধ মিটালেন সালাউদ্দিন আহমদ, বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন দোলা

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

ডিসেম্বরে তপশিল না হলে ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন সম্ভব নয় : দুলু

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিভাসুর সমঝোতা

প্রত্যাহার করা ২০ ডিসিকে যেসব মন্ত্রণালয়ে পদায়ন

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে পর্যটকের আত্মহত্যা

১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশের পদকজয়ী আর্চাররা

১০

রূপায়ণ সিটিতে ‘গজল নাইট’, সুরের জাদুতে মুগ্ধ অতিথিরা

১১

বন্দুকের উপর কুকুরের আচমকা লাফ, গুলিবিদ্ধ মালিক হাসপাতালে

১২

আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : ডা. তাহের

১৩

রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

১৪

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন ঘোষণায় বিপাকে জনগণ : গোলাম পরওয়ার

১৫

ভোলায় তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করলেন ছাত্র-জনতা

১৬

নারায়ণগঞ্জ-৫ আসন হবে বিএনপির দুর্গ : মাসুদুজ্জামান

১৭

আখতার হোসেনকে ১ ঘণ্টা সময় দিলেন সেই মুনতাসির

১৮

ভাই চট্টগ্রামে গেছে, সেখানে তাকে মানুষ খুন করেছে : আশরাফুলের স্ত্রীকে জরেজ

১৯

আনচেলত্তির ব্রাজিল নিয়ে বিশ্বকাপে আশাবাদী ভিনিসিয়ুস

২০
X