

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী। দোয়া মাহফিলে অংশ নেন- চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, মনছুর আলম চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, এসএম সফিউল আলম, শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন চৌধুরী, সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল ও মোরশেদুল আলম।
আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেতৃত্ব। এ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম।
মন্তব্য করুন