রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:১১ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী-১ আসনে নিষেধাজ্ঞা ভেঙে নৌকার কর্মীদের নির্বাচনী ভোজ

রাজশাহী-১ আসনে ভূরিভোজের দৃশ্য। ছবি : কালবেলা
রাজশাহী-১ আসনে ভূরিভোজের দৃশ্য। ছবি : কালবেলা

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের তিনটি গ্রামে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কর্মী-সমর্থকরা নির্বাচনী ভোজ করেছেন। তানোরের তিনটি গ্রামে তিনটি খাসি জবাই করে এই ভোজের আয়োজন করা।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে এমন ভোজের বিষয়ে তানোরের ইউএনও এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে রাতেই অভিযোগ জানানো হয়েছে। পরে শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভূরিভোজের ছবি পোস্ট করলে বিষয়টি জানাজানি হয়।

গোলাম রাব্বানীর কর্মী-সমর্থকরা জানান, বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষ দিন ছিল। দিনের কর্মসূচি শেষে উপজেলার কলমা ইউনিয়নের বহাড়া মাদ্রাসা মাঠে চোরখৈর গ্রামে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর বাড়ির সামনে ও চন্দনকোঠা গ্রামের আমিনুলের দোকানের পাশে তিনটি ভোজের আয়োজন করা হয়। চোরখৈর গ্রামে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর বাড়ির সামনে রান্না শেষে প্যাকেটে করে খাবার পরিবেশন করা হয়। অপর দুই জায়গায় আসা মানুষেরা অনুষ্ঠানস্থলেই বসে খাবার খান।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার পর থেকে তিনটি জায়গায় রান্না শুরু হয়। তিনটি ভোজসভাতেই তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না নৌকার সমর্থনে বক্তব্য দেন। তার বক্তব্যের পরই খাওয়া-দাওয়া শুরু হয়। রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত খাওয়া-দাওয়া চলে।

বহাড়া গ্রামে রান্নার সময় স্থানীয় এক যুবক ঘটনাস্থল থেকে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। এতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা বহাড়ায় জাতীয় সংসদ নির্বাচনে ময়না (লুৎফর হায়দার রশিদ) ভাইয়ের প্রোগ্রাম শেষে খাওয়াদাওয়ার আয়োজন করেছি।‘ তার কথার ফাঁকে ফাঁকে সাউন্ডবক্সে গান শোনা যাচ্ছিল, ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’।’ আর চুলায় মাংস রান্নার ধোঁয়া ওঠা দৃশ্য দেখানো হচ্ছিল। ওই যুবক বলেন, ‘ফারুক চৌধুরীর জয়ের লক্ষ্যে আমরা ২০০ লোক এখানে এক জায়গায় হয়েছি। ১০-১৫ জন লোক বিএনপি থেকে এখানে যোগদান করেছেন। এই উপলক্ষে আমরা একটা ভোজের আয়োজন করেছি। সব নৌকাপাগল লোকজন এখানে’।

তবে এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে এই ভোজের ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে আচরণবিধি ভঙ্গ করে ভোজের আয়োজনের ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেনের কাছে অভিযোগ করা করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও মো. বিল্লাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরই সেখানে বিজিবি পাঠানো হয়েছিল। হয়তো বিজিবি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অনুষ্ঠান শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, রাজশাহী-১ আসনে নৌকার প্রার্থী টানা তিনবারের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এবারো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আর মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এ আসনে ১১ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও বেলুন প্রতীকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মিনী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহানও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুলন্ত অবস্থায় খেলোয়াড়ের মরদেহ উদ্ধার

ব্যাটারিচালিত ‘শক মেশিন’ দিয়ে মাছ শিকার

প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে গঙ্গাতারা ফুল

টিভিসিতে তৌসিফ মাহবুব

দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপ দিতে যুবদলকে আত্মনিয়োগ করতে হবে : মেজর হাফিজ

চার মাসের মধ্যে ধসে পড়ল কোটি টাকার রাস্তা

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, যুবক নিহত

পাঁচ বছরের শিশু ধর্ষণে আসামি বাচ্চুর যাবজ্জীবন 

পারস্পরিক বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একমত পাকিস্তান-বাংলাদেশ 

নির্ধারিত দামে মিলছে না সার, সিন্ডিকেটে ভুগছে কৃষক

১০

ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপ এবার নতুন রূপে

১১

প্রথম টি-টোয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

১২

বীমার টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ

১৩

উড়োজাহাজে মাঝ আকাশে তেলাপোকাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড!

১৪

৪০ মিটার রাস্তায় মামলার জট, দুর্ভোগে হাজারো মানুষ

১৫

রাণীশংকৈল হাসপাতালে দুদকের অভিযান, পেয়েছে নানা অনিয়ম

১৬

কুয়াকাটায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক

১৭

ইসি সচিব / এনসিপিকে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি

১৮

আশ্রয়ণ প্রকল্পের শত শত ঘরে তালা

১৯

মর্ত্যের দেবতা সালমান: রাখি সাওয়ান্ত

২০
X