কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৪:১৭ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

জাবিতে চার সাংবাদিক আহত

জাবিতে চার সাংবাদিক আহত

কোটা সংস্কারের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। সোমবার (১৫ জুলাই) মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের চার সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন।

জানা গেছে, সোমবার (১৫ জুলাই) রাত ১২টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা যখন ভিসির বাসভবনের সামনে অবস্থান করছিল এ সময় বহিরাগত বেশ কিছু কর্মীদের ডেকে নিয়ে আসে ছাত্রলীগ। এরপর ছাত্রলীগ তাদের সঙ্গে নিয়ে ভিসির বাসভবনের দিকেে এগোতে থাকে। এ ঘটনা জানতে পেরে ভিসির বাসভবনের ভেতরে অবস্থান করা সাধারণ শিক্ষার্থীরা গেট লাগিয়ে দেয়। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয় এবং গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। এমন সময় পুলিশ এলেও তারা ছাত্রলীগকে নিয়ন্ত্রণের চেষ্টা করেনি ।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা জানান, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ গেট খুলে ভিসির বাসভবনের ঢুকে পড়ে এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তবে এ ঘটনায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

শিক্ষার্থীরা জানিয়েছে, ছাত্রলীগের হামলা থেকে বাঁচতে ফেসবুক লাইভে এসে বাঁচার আকুতি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে শিক্ষার্থীরা এগিয়ে এলে ছাত্রলীগ ভয়ে পালিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় সাংবাদিকরা নিজেদের আইডি কার্ড প্রদর্শন করলেও পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে ৪ সাংবাদিক আহত হন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

আহত চার সাংবাদিক হলেন- বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী মামুন, দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুর রহমান সার্জিল, দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম ও বাংলাদেশ টুডের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জোবায়ের ইসলাম।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা এখন বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। অন্যদিকে পুলিশ ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে তাদের প্রতিহত করার চেষ্টা করছে।

তারা আরও জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের সাজোয়াঁ যান এবং বেশ কয়েকটি পুলিশের গাড়ি ভেতরে প্রবেশ করেছে। বর্তমানে শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X