কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০১:৫৫ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাঙলা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। দুপুর পর্যন্ত তারা অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

কলেজ সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় এর বিরোধিতা করেছেন বাঙলা কলেজের অধ্যক্ষ। তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে নোটিশ দেন। তাতেও কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন। এতে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।

কলেজের একাধিক শিক্ষার্থী কালবেলাকে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এই নেতা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থাকাকালীন নানান দুর্নীতিতে জড়ান। বেশ কয়েকটি কলেজকে জিপিএ ফাইভ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান ছিল। এমন অভিযোগে তাকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং বাঙলা কলেজে পদায়ন করা হয়। এখানে এসেও তিনি বিভিন্ন অনিয়ম করেছেন।

তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে তিনি দুই বস্তা পাথর কলেজের বিভিন্ন ভবনের ছাদে রেখে দেন। এ ছাড়াও ছিল কাচের বোতল। এগুলো আনা হয়েছিল ছাত্রলীগের নেতাদের জন্য। তারা ছাদের ওপর থেকে এগুলো ছুড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহত করেছেন।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় বাঙলা কলেজ থেকে দুই বাসভর্তি ছাত্রলীগের নেতাকর্মী সেখানে যায়। এই বাস ব্যবহারের অনুমতি অধ্যক্ষ তাদের দিয়েছেন। তা ছাড়া আন্দোলন চলমান থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল বন্ধ থাকলেও ছাত্রলীগ নেতাদের অবস্থানের সুবিধার্থে তিনি হোস্টেলগুলো খোলা রেখেছেন। তার শিক্ষার্থী বিরোধী অবস্থান এবং অনিয়মের কারণে শিক্ষার্থীরা তার পদত্যাগ চাচ্ছে।

কলেজের শিক্ষার্থী তাহমিদ রহমান বলেন, তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের পেছনে লেলিয়ে দিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন অনিয়ম করেছেন। যে কারণে আমরা তার পদত্যাগ চাচ্ছি।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও বাঙলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলাম কোনো সাড়া দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান খান-বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড, অর্ধকোটির বেশি জরিমানা

হাদির শেষ বিদায়ে আজহারীর আবেগঘন স্ট্যাটাস

দ্রুতগতির ট্রেনের ধাক্কায় নিহত ৭ বন্য হাতি, বগি লাইনচ্যুত

যথাসময়ে বিপিএল শুরু হবে কি না জানাল বিসিবি

হাঁচি-কাশি বেশি? চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন যা

ভাতা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কনের পায়ে চিৎ হয়ে পড়লেন ফটোগ্রাফার, ভিডিও ভাইরাল

জাতীয় কবির পাশে শহীদ হাদির দাফন সম্পন্ন 

বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিল সৌদি আরব

অবশিষ্ট ১২ ক্লাব নিয়ে দ্বিতীয় ধাপে শুরু প্রথম বিভাগ

১০

ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি

১১

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার, নিজ এলাকায় সামরিক মর্যাদায় দাফন

১২

তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

১৩

দাফনের জন্য হাদির মরদেহ নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 

১৪

এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

১৫

ওসমান হাদির জানাজা সম্পন্ন 

১৬

সাবেক কাউন্সিলর আলোচিত টাক মিলন গ্রেপ্তার

১৭

বিতর্কিত ভিডিও বানানো সেই তিন টিকটকার মুচলেকায় পরিবারের জিম্মায়

১৮

রুক্মিণী নয়, ‘ককপিট’ ছবিতে প্রথমে অভিনয়ের কথা ছিল ফারিন খানের

১৯

সব বাংলাদেশির বুকে থাকবে হাদি : প্রধান উপদেষ্টা

২০
X