কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০১:৫৫ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাঙলা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। দুপুর পর্যন্ত তারা অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

কলেজ সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় এর বিরোধিতা করেছেন বাঙলা কলেজের অধ্যক্ষ। তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে নোটিশ দেন। তাতেও কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন। এতে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।

কলেজের একাধিক শিক্ষার্থী কালবেলাকে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এই নেতা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থাকাকালীন নানান দুর্নীতিতে জড়ান। বেশ কয়েকটি কলেজকে জিপিএ ফাইভ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান ছিল। এমন অভিযোগে তাকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং বাঙলা কলেজে পদায়ন করা হয়। এখানে এসেও তিনি বিভিন্ন অনিয়ম করেছেন।

তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে তিনি দুই বস্তা পাথর কলেজের বিভিন্ন ভবনের ছাদে রেখে দেন। এ ছাড়াও ছিল কাচের বোতল। এগুলো আনা হয়েছিল ছাত্রলীগের নেতাদের জন্য। তারা ছাদের ওপর থেকে এগুলো ছুড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহত করেছেন।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় বাঙলা কলেজ থেকে দুই বাসভর্তি ছাত্রলীগের নেতাকর্মী সেখানে যায়। এই বাস ব্যবহারের অনুমতি অধ্যক্ষ তাদের দিয়েছেন। তা ছাড়া আন্দোলন চলমান থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল বন্ধ থাকলেও ছাত্রলীগ নেতাদের অবস্থানের সুবিধার্থে তিনি হোস্টেলগুলো খোলা রেখেছেন। তার শিক্ষার্থী বিরোধী অবস্থান এবং অনিয়মের কারণে শিক্ষার্থীরা তার পদত্যাগ চাচ্ছে।

কলেজের শিক্ষার্থী তাহমিদ রহমান বলেন, তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের পেছনে লেলিয়ে দিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন অনিয়ম করেছেন। যে কারণে আমরা তার পদত্যাগ চাচ্ছি।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও বাঙলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলাম কোনো সাড়া দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হকিতে লিড নিয়েও জাপানের কাছে হার বাংলাদেশের

‘সিরিয়াল কিসার’ তকমা পছন্দ করেন না ইমরান হাশমি

দাবায় চ্যাম্পিয়ন সুব্রত বিশ্বাস

ভোটের অপেক্ষায় দিন গুনছে দেশের মানুষ : ড. ফরিদুজ্জামান

এসএসসিতে ১৩০০ নম্বরে ১২৮৫ পেয়েছে নিবিড়

জোতাকে স্মরণ করে মাঠে নামছে লিভারপুল

ইরানে ভয়াবহ হামলার হুমকি ইসরায়েলের

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় ছাত্রদল সম্পাদকের প্রতিক্রিয়া

লর্ডসে উইকেট পেয়ে প্রয়াত জোতাকে স্মরণ ভারতীয় পেসারের

ঐকমত্যে পৌঁছলে ৫ আগস্টে জুলাই ঘোষণাপত্র : আসিফ মাহমুদ

১০

জনসমক্ষে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী

১১

লর্ডসে শরফদৌল্লার ওপর যে কারণে খেপলেন গিল!

১২

রেজাল্ট যা-ই হোক, স্বপ্ন দেখা বন্ধ করো না

১৩

সংগ্রাম, প্রত্যাবর্তন ও রাজত্ব : সাকিবকে ঘিরে ছোটবেলার বন্ধুর অনন্য গল্প

১৪

বিশ্ব জনসংখ্যা দিবস / তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে তৈরি হবে সুস্থ-সমৃদ্ধ বিশ্ব

১৫

জুলাই স্মরণে যাত্রাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

১৬

ব্যবসায়ী হত্যা / যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার, আইনি ব্যবস্থা নিতে আহ্বান

১৭

ইরানের কাছে অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম রয়েছে, আশঙ্কা ইসরায়েলের

১৮

মিটফোর্ডে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

১৯

‘জাতির সংকটে আল মাহমুদের কবিতা মুক্তির পথনির্দেশ করেছে’

২০
X