কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০১:৫৫ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাঙলা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। দুপুর পর্যন্ত তারা অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

কলেজ সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় এর বিরোধিতা করেছেন বাঙলা কলেজের অধ্যক্ষ। তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে নোটিশ দেন। তাতেও কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন। এতে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।

কলেজের একাধিক শিক্ষার্থী কালবেলাকে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এই নেতা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থাকাকালীন নানান দুর্নীতিতে জড়ান। বেশ কয়েকটি কলেজকে জিপিএ ফাইভ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান ছিল। এমন অভিযোগে তাকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং বাঙলা কলেজে পদায়ন করা হয়। এখানে এসেও তিনি বিভিন্ন অনিয়ম করেছেন।

তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে তিনি দুই বস্তা পাথর কলেজের বিভিন্ন ভবনের ছাদে রেখে দেন। এ ছাড়াও ছিল কাচের বোতল। এগুলো আনা হয়েছিল ছাত্রলীগের নেতাদের জন্য। তারা ছাদের ওপর থেকে এগুলো ছুড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহত করেছেন।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় বাঙলা কলেজ থেকে দুই বাসভর্তি ছাত্রলীগের নেতাকর্মী সেখানে যায়। এই বাস ব্যবহারের অনুমতি অধ্যক্ষ তাদের দিয়েছেন। তা ছাড়া আন্দোলন চলমান থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল বন্ধ থাকলেও ছাত্রলীগ নেতাদের অবস্থানের সুবিধার্থে তিনি হোস্টেলগুলো খোলা রেখেছেন। তার শিক্ষার্থী বিরোধী অবস্থান এবং অনিয়মের কারণে শিক্ষার্থীরা তার পদত্যাগ চাচ্ছে।

কলেজের শিক্ষার্থী তাহমিদ রহমান বলেন, তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের পেছনে লেলিয়ে দিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন অনিয়ম করেছেন। যে কারণে আমরা তার পদত্যাগ চাচ্ছি।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও বাঙলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলাম কোনো সাড়া দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই বয়সে এগুলা কেন করেন বুঝি না, রুনা-জয়াকে নিয়ে যা বললেন চুমকি

ফেনীতে জলাতঙ্কের টিকার সংকট, ভোগান্তিতে রোগীরা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক

হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস 

শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের ‘স্মৃতিমিলন-২০২৫’ অনুষ্ঠিত

মিয়ানমারে হাসপাতালে হামলা, দায় স্বীকার সেনাবাহিনীর

আইপিএল : নিলামের আগেই হুট করে বাদ ৯ ক্রিকেটার

এবার উপজেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার চেষ্টা

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

বাসায় ঢুকে মাথায় হাতুড়ির আঘাতে নারীকে হত্যা

১০

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা

১১

ইউরোপ যাচ্ছে ‘দেলুপি’

১২

বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা

১৩

বালিতে শুয়ে উষ্ণতা ছড়ালেন মিম

১৪

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

১৫

প্রতারণা এড়াতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরামর্শ

১৬

অ্যাশেজ ছেড়ে আইপিএলের নিলামে থাকবেন ভেট্টোরি

১৭

মাকে মারধর করায় ছেলেকে কোমর পর্যন্ত পুঁতে রাখলেন এলাকাবাসী

১৮

সীমান্তে বাংলাদেশি গুলিবিদ্ধ মরদেহ ফেরত দিল ভারত

১৯

সড়কে প্রাণ গেল অটোরিকশাচালকের, আহত তিন যাত্রী

২০
X