যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবিতে রোবো সোসাইটির কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স সেমিনার

যবিপ্রবিতে সেমিনার। ছবি : কালবেলা
যবিপ্রবিতে সেমিনার। ছবি : কালবেলা

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স জ্ঞান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুর ১২টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স জ্ঞান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন’ শীর্ষক সেমিনার যৌথভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জাস্ট রোবো সোসাইটি ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। শিক্ষার্থীরা যখন গবেষণা এবং উদ্ভাবনের মধ্যে থাকবে তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থান বৃদ্ধি পাবে। আমরা টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছি আর এটি আমাদের জন্য একটি অর্জন, যা আমরা ধরে রাখতে চাই।

যবিপ্রবি উপাচার্য বলেন, আমাদের ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স টেকনোলজি ব্যবহার বৃদ্ধি করতে হবে, যা শিল্প-কলকারখানাগুলোতে জনশক্তির পরিমাণ কমিয়ে দেবে। তবে উৎপাদন সক্ষমতা এবং পণ্যের গুণগত মান বৃদ্ধি পাবে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার জায়গায় যদি টেকনোলজি কম্পিটিশন বা কোনো প্রোগ্রামিং প্রতিযোগিতা হয়, আমি চাইবো আমাদের যবিপ্রবির ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যশোর আইটি পার্কের দুটি ল্যাব আমাদের শিক্ষার্থীদের গবেষণা করার জন্য নিয়েছি। এ ল্যাব আমাদের শিক্ষার্থীরা ব্যবহার করে উন্নত মানের গবেষণা করতে পারবে এবং উদ্ভাবনী চিন্তাশক্তি দিয়ে প্রযুক্তিগত দিক থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ডেলোইট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ শাহারিয়ার হোসেন। তিনি বিশ্ব বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের গুরুত্ব তুলে ধরেন। নতুন কিছু আবিষ্কার, প্রতিবন্ধকতা, প্রসেস বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স নিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

এছাড়াও সেমিনারের আগে পোস্টার প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা, ই-ফুটবল, বিভিন্ন রকম স্মার্ট ফোন বেস বায়োসেন্সর, মাল্টি পার্পোজ রোবট লাইন, ফোলোয়িং রোবটসহ নানরকম প্রোজেক্ট দেখানো হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন- রোবোটিক্স সোসাইটির সাধারণ সম্পাদক ইনজামামুল হক শিশির প্রমুখ। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১০

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১১

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১২

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৩

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৪

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৬

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

১৭

রোডম্যাপ কার্যকরের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

১৮

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

১৯

দ্বিতীয় ধাপে শিক্ষার্থী পায়নি ৪১৩ কলেজ

২০
X