

অপ্রীতিকর ঘটনায় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব রুটে বাস চলাচল বন্ধ থাকার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একটি অপ্রীতিকর ঘটনায় কলেজের ২টি বাস ভাঙচুর করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজের সকল রুটে বাসসমূহের (বিআরটিসি দ্বিতল বাসসহ) চলাচল বন্ধ থাকবে।’
উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামক দুটি বাস ভাঙচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে বেলা ১১টার দিকে গ্রিন রোড ও সাইন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মন্তব্য করুন