আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ১৪ দলের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টি। শুক্রবার (১৭ নভেম্বর) এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন দলটির নেতারা।
পার্টির সভাপতিমণ্ডলীর এই সভাটি ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শহীদুল্লা সিকদারের সভাপতিত্বে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনলাইনে যোগদান করেন।
বৈঠকে সর্বসম্মতিতে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তপশিলকে স্বাগত জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্টির পক্ষ থেকে কমবেশি ৫০টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ১৪ দলীয় জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা পুনর্নির্ধারণ করার সিদ্ধান্তও গৃহীত হয়।
মন্তব্য করুন