বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বাতিল করেছেন হাইকোর্ট। ফলে সাদিক আবদুল্লাহর নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না।
সোমবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্টের একটি ডিভিশন।
শুক্রবার সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করে রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন সাদিক আব্দুল্লাহ।
এর আগে বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক দ্বৈত নাগরিকত্বের অভিযোগ করে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন।
অন্যদিকে জাহিদ ফারুক মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ। সেই আপিল নামঞ্জুর করা হয়। ফলে জাহিদ ফারুকের প্রার্থিতাও বহাল রয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ নৌকার মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। ধারণা করা হচ্ছে তার প্রার্থিতা টিকে যাওয়ায় নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে তার প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে।
মন্তব্য করুন