ঢাকা-১৭ আসনের মানুষ বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের পক্ষে জানিয়ে এই আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, দীর্ঘ সময় ক্যান্টনমেন্ট ও মাটিকাটায় বিএনপি ও জাপার এমপি থাকায় এই এলাকার উন্নয়ন হয়নি।
বুধবার (২০ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় জনসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এফসিবি-জসিমউদ্দিন পর্যন্ত রাস্তাটি সম্প্রসারণ করা এই এলাকার মানুষের প্রধান দাবি জানিয়ে তিনি বলেন, ৬০ ফিটের সড়ক হবে এটি। তখন উত্তরা থেকে জসিমউদ্দিন আসতে সময় লাগবে মাত্র ১২ মিনিট।
এলাকার পানি সমস্যার স্থায়ী সমাধানে কাজ শুরুর কথা জানিয়ে তিনি বলেন, দ্রুত পানির স্তর নিচে নামায় স্থায়ীভাবে এ সমস্যা সমাধান করা হবে। কলিবাড়ি-মাটিকাটাসহ ২৫ ও ৯৫ ওয়ার্ডের মানুষ খুবই সহজ সরল। খুব বেশি চাওয়া নেই তাদের। কিন্তু তারা দিনের পর দিন অবহেলিত।
ঢাকা-১৭ আসন নৌকার ঘাঁটি জানিয়ে তিনি বলেন, এখানে প্রতিদ্বন্দ্বী যেই হোক ভয়ের কিছু নেই। কিন্তু হেরে যাওয়ার ভয়ে অনেকেই আগে ভাগেই প্রার্থিতা প্রত্যাহার করে চলে গেলে এই দায় তো আমাদের নয়। সম্প্রতি উপনির্বাচন করতে গিয়ে এলাকার মানুষের কথা শুনেছি। তাদের সদস্যাগুলো চিহ্নিত। আমি বিজয়ী হওয়ার পর সেগুলো সমাধানে নিবিড়ভাবে কাজ করছি। প্রয়োজন অনুযায়ী কাগজপত্রের কাজ এগিয়ে রেখেছি।
নিবন্ধিত বেশিরভাগ দল অংশ নেওয়ায় নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে দাবি করে আরাফাত বলেন, আমরা তো চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু কাউকে তো আমরা এ ব্যাপারে বাধ্য করতে পারি না। যারা অংশ নেয়নি বা অংশ নিয়ে প্রত্যাহার করেছে তাদের দায় তো আমরা নিতে পারি না।
মন্তব্য করুন