দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ ও ভোটারদের ভোট বর্জন এবং বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে তা সফলের আহ্বান জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। সোমবার (২৫ ডিসেম্বর) সংগঠনের প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব আলমগীর হাছিন আহমেদ এক বিবৃতিতে এ আহ্বান জানান। এ্যাব-এর দপ্তর সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশন বানিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে চিরদিনের জন্য ক্ষমতা টিকিয়ে রাখার সব আয়োজন করেছে। দেখা যাচ্ছে, নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা সবাই সরকারদলীয় অথবা সরকার সমর্থিত। যা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং সরকারের একদলীয় ব্যবস্থা বা বাকশাল কায়েমের নীলনকশা। এই নীলনকশায় অংশ নিচ্ছে জনগণের টাকায় পরিচালিত সরকার ও প্রসাশনের নৈতিকতা বিবর্জিত সুবিধাভোগী গুটি কয়েক কর্মকর্তা। ওদের সম্মিলিত কর্মকাণ্ডে দেশ ও দেশের জনগণ ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হচ্ছে।
এ্যাবের নেতৃদ্বয় বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকা অসহযোগ আন্দোলনে জনগণকে অংশগ্রহণ ও তামাশার নির্বাচনে ভোট বর্জনের জন্য ভোটারদের আহ্বান জানান। তারা বলেন, আমাদের বিশ্বাস দেশপ্রেমিক সাধারণ জনগণ ও প্রশাসনের নিরপেক্ষ কর্মকর্তাসহ সমস্ত পেশাজীবীরা যে কোনো ত্যাগের বিনিময়ে দেশ ও দেশের মানুষের স্বার্থে অসহযোগ আন্দোলন পরিপালন করবে এবং ভোট দেওয়া থেকে বিরত থাকবে ও সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করবে।
মন্তব্য করুন