নির্বাচন বর্জনের দাবিতে ও অসহযোগ আন্দোলনে পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে শান্তিনগর বাজারে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন বিএনপির সহস্বেচ্ছাসেবকবিষয়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা ডামি ও প্রহসনের নির্বাচন বর্জন করার আহ্বান জানান এবং অসহযোগ আন্দোলনকে সমর্থন দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
লিফলেট বিতরণের সময় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আন্তর্জাতিকবিষয়কসহ সম্পাদক আসাদ মুরাদ তালুকদারসহ অঙ্গসংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন