দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে সাড়ে ৮ হাজার জন ব্যাটেলিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই সাড়ে ৮ হাজার ব্যাটেলিয়ন আনসার সদস্য পেট্রোলিংয়ের কাজ করবে। ভোটকেন্দ্রে ৫ লাখ ১৬ হাজার জন আনসার মোতায়েন হবে নির্বাচনের আগে আগে। এরই অংশ হিসেবে রাজশাহী বিভাগের ৮টি জেলার ৬৭টি উপজেলায় ৩২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আনসারের রাজশাহী রেঞ্জ উপ-মহাপরিচালক কামরুন নাহার।
তিনি আরও বলেন, মোতায়েন হওয়া আনসার ব্যাটালিয়ন সদস্যরা রির্টানিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল স্ট্রাইকিং বা স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন