রাজধানীর যাত্রাবাড়ী শহীদ জিয়া হাইস্কুলের প্রধান ফটকের সামনে একটু পরপর পুলিশের সঙ্গে হট্টগোলে জড়ানোর অভিযোগ ওঠেছে ক্ষমতাসীন প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে কথা বলে এমন অভিযোগ পাওয়া যায়।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা যতক্ষণ আছি কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে দেব না। যত ঝামেলাই হোক এই সমস্যা বাইরেই সমাধান হয়ে যাবে।
সরেজমিনে দেখা যায়, এ কেন্দ্রের ভোটার উপস্থিতি কম থাকলেও নির্বিঘ্নে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। এ স্কুলে দুটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। একটি পুরুষ এবং অন্যটি মহিলা ভোটারদের জন্য। মহিলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান সকাল আটটা থেকে শুরু করে দশটা পর্যন্ত মোট ১৫০টি ভোট পড়েছে। তবে এখানে মোট ভোটার সংখ্যা তিন হাজার ৬৭১ জন। এখানে কোন বিশৃঙ্খলা হতে দিচ্ছি না। কোনো প্রার্থীর চাপ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা একেবারে চাপমুক্তভাবে কাজ করছি।
পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাশেদুল আলম প্রদীপ জানান, দুই ঘণ্টায় ১৩৮টা ভোট পড়েছে এখানে। হিসাব অনুযায়ী যা মোট ভোটার সংখ্যার ৬.১১ শতাংশ। ধীরে ধীরে শান্তিপূর্ণভাবে ভোটার আসছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। এখানে কোনো সমস্যা নেই। প্রতিটি বুথেই এজেন্টদের উপস্থিতি রয়েছে।
তবে বেশিরভাগ বুঝে মাত্র তিনটি প্রার্থীর এজেন্ট লক্ষ্য করা গেছে। নৌকা, ঈগল এবং ট্রাক মার্কার এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থী এজেন্ট নেই বুথগুলোতে।
মন্তব্য করুন