ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে জালভোট দেওয়ার সময় সাব্বির জোয়ার্দ্দার নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জানুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক সাব্বির জোয়ার্দ্দার পুরাতন দোহারো গ্রামের নিজাম জোয়ার্দ্দারের পুত্র। তিনি নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আবুল হাসনাত জানিয়েছেন, জালভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
দোহারো মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ৩৭৭৩ ভোটের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১০৩৩টি।
মন্তব্য করুন