দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেও জিততে পারেননি তিনবারের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু। এই আসন থেকে ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কামারুল আরেফিন। অন্যদিকে হাসানুল হক ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।
বিজয়ী কামারুল আরেফিন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান।
এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে আসনের ১৬১ কেন্দ্রের ভোট গণনা শেষে রাত ৯টার দিকে ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা।
মন্তব্য করুন